গায়ে থাকলেও বল,
সব জায়গায় হওয়া যায় না সফল।
একবার পড়লে মাইনকার চিপায়,
বাঁচার নেই রে মনা, কোনো উপায়!


ঠেলার 'পরে ঠেলা, যাকে বলে ঠেলাঠেলি,
সেঠাম দেখাও, ইজ্জত নিয়ে খেলো হোলি।
একবার পড়লে মাইনকার চিপায় মনা,
বাঁচার পথ খুঁজে তো পাইবে না।


আঙ্কু-পাঙ্কু ছেড়ে দে থাকতে সময়,
নতুবা অন্তিমদশায় ধরা পড়তে হয়।
নিঃশেষ হবে একদিন গায়েরবল আর অর্থবল,
মাইনকার চিপায় পড়লে সব হবে বিকল।