সত্যকে সত্য বলতে না পারার বেদনা,
মানুষ হলে তোমাকে দেবে খুব যন্ত্রণা।
মিথ্যাকে মিথ্যা বলতে না পারার যাতনা,
মানুষ হলে তোমাকে দেবে নরক যন্ত্রণা।


নিজের স্বার্থ আদায়ে যদি মাখো তেল,
মানুষ নয়তো তুমি, মনুষ্যত্ব হয়ে যায় ফেল।
আকারে প্রকারে মানুষ করো যে দাবি,
মনুষ্যত্ব  হারিয়ে গেলে মনা হবে রে পাপী।


ভালো সাজতে তুমি আর আমি ধরি বেশ,
মুখের কথা বুকে রেখে সত্যকে করি শেষ।
মনে মনে ভাবি, আপনি বাঁচলে বাপের নাম,
আস্তাকুঁড়ে জায়গা হবে কুড়াবে যে দুর্নাম।


সৎকাজে প্রেরণা আর মন্দ কাজে বাঁধা,
মানুষ হলে এ গুণ না থাকলে তুমি গাধা।
আলোর পথে চলতে হয়, এটাই তো রীতি,
মানুষ হলে, মানুষ স্মরণ করবে তোমারই কীর্তি।


মানুষ হয়ে মানুষের ক্ষতি করলে কামনা,
মানুষতো নয় তুমি, মানুষ নামে হায়েনা।
মিথ্যাকে সত্য বানাতে করো কতো কারুকাজ,
তবুও খসে পড়বে তোমার শয়তানি সাজ।