এ ধরণীর 'পরে কতই না আছে সৃষ্টি,
সকল সৃষ্টির মর্মার্ত বুঝতে একটু দিন দৃষ্টি।
ক'জনেই জানে রহস্য এ ধরার 'পরে,
কতকিছু ধরা দেয় এ মনের ঘরে।


তোমার মহিমা অসীম, বুঝা বড় দায়,
মায়াজালে বন্দী হয়ে সকলেই অসহায়।
এ জগতে স্বার্থটাই খুঁজে, বাকি সব ফাঁকি,
বুঝার নেই উপায়, যবে মুদিবে দুটি' আঁখি।


মাটির ঘরে পড়ে রবে মনা একা,
পূণ্যবিহীন জীবন থাকবে আঁধারে ঢাকা।
সত্যকে মিথ্যা বলে পথ চলেছো বাঁকা,
উৎস যা-ই হোক দু'হাতে ধরেছ টাকা আর টাকা।


হিসাব জটিল হবে, এ ভাবনায় কান্দে আসমার বাপ,
জীবনের পাতায় পাতায় সবই পাপ আর পাপ।
মসজিদ পানে ছুটে যায় রাত্রি হলেই ভোর,
বুঝবে সকলে সেদিন,  যেদিন কাটবে সোনালি ঘোর।