দু'দিনের দুনিয়ায় বিশাল রঙ্গমঞ্চে
তুমি আমি বড় অভিনেতা,
স্বার্থ নিয়ে কাড়াকাড়ি সব অযথা।
শুধুই দৌড়ছি পঙ্গপালের মতো,
লোলুপ দৃষ্টিতে কুড়াচ্ছি সম্পদ যতো।


ভুলে ভুলের পর্বত গড়ছি দিনরাত,
বেমালুম এড়িয়ে যাচ্ছি যতো অপরাধ।
শুধুই আমার আমিতে দিয়েছি ডুব,
অন্যায় অনিয়মে যথাসম্ভব থাকি চুপ।
চেয়ে থাকি করবেন ক্ষমা, অন্তিম দিনে প্রভু,
দিনে দিনে বাড়ছে ঋণ, শোধ হবে না কভু।


হৃদে বসে পশুটা বার বার ছিঁড়তে চায় রশি,
এ জগতে সবই অভিনয়, মিথ্যে ভালোবাসি।
সবকিছু নিজের করে পেতে করি ভন্ডামি,
মায়ার জালে আটকা তুমি আর আমি।