ভালোবাসলে হিংস্র মানুষটিও
মোমের মতো যায় গলে,
একেবারে হয়ে উঠে কুমোরের
কাদামাটির মতো নরম তুলতুলে।


ভালোবাসলে লোভী, পাপী লোকটিও
নবজাতক শিশুর মতো হয়ে যায় অবুঝ,
অনুশোচনার অনলে পুড়তে পুড়তে
সৃষ্টির মাঝে সদা করে সুন্দরের খোঁজ।


ভালোবাসলে লুণ্ঠনকারী ডাকাতটিও
প্রত্যেহ হাজিরা দেয় প্রভুর দরবারে,
জীবনের বাকিটা সময় মুক্তির আশায়
পাষাণ বুকটা ভিজায়, কাঁদতে থাকে অঝোরে।


তাং ১৭ জানুয়ারি ২০২৩