বুকের ভেতর আশা,
মুখে নেই কোনো ভাষা।
চোখে চোখ রেখে দেয় যে হাসি,
তা বাসি, সবচেয়ে বেশি ভালোবাসি।


আদর পেলে মনোপাখি রয় পাশাপাশি,
মনটানা হাসিতে এ মনটা যায় যে ভাসি।
পৃথিবীর যতো সুখ আছে, সব সুর হয়ে বাজে,
এতো মায়া জড়িয়ে আছে হাসিটার মাঝে।


ফুলের ছোঁয়া হার মানে দুটো হাতের ছোঁয়ায়,
চেহারায় চন্দ্র মিলে দেখি যবে ভালোবাসায়।
ভাবে মজাইয়া প্রভু প্রেমের রশি দিয়ে টানে,
প্রেমে মজে প্রেমিক হারে, তা কি কেউ জানে?


বুকটা জুড়ে বহে  সুখের প্রস্রবণ,
কহে কথা ভাষাহীন ঐ  দু'নয়ন।
আকাশ পানে মনটা আজি চায়,
নীলের মাঝে মন পাখিটা উড়ে যায়।