বন্ধু যখন বাটপার,
মীরজাফর ভাই বেরাদার।
ঘসেটিরূপী ওরা ভগিনী,
আশপাশ ভরে আছে নাগ-নাগিনী।


ভাবনায় মজে মানুষ রতন,
স্বার্থের কাছে মনুষ্যত্ব পতন!
অসৎ এখন উড়ায় শান্তির কেতন,
ওরা মানুষ তো নয়, হুবহু মানুষের মতন।


কাঁধের 'পরে ফেলছে নাগিনী নিঃশ্বাস,
মায়ার ছলে মুশকিল, করা অবিশ্বাস!
আড়ালে আবডালে করে শুধু হা হুতাশ,
সুযোগ খুঁজে পরাতে গলায় মরণ ফাঁস।