কবি'কে কেউ আঘাত দিলে,
সে কখনো হয় না সুখী,
শত বঞ্চনা তাকে ঘিরে ধরে,
অবশেষে হয়ে পড়ে রোগী।


কবি আজীবন বহন করে,
শত সহস্র হৃদয়ের ব্যথা,
তাই তো অবলীলায় বলে যায়,
কষ্টের আর অনিয়মের কথা।


কবি'কে কখনো কষ্ট দিও না,
কারণ, সে কষ্টের সাগরে কাটে সাঁতার,
হৃদয় তার খোলা মাঠের মতো
দুঃখের মাঝেও বাজায় প্রেমের সেতার।


কবি কখনো নিরপেক্ষ হয় না,
সত্য ও সুন্দরের পক্ষে গেয়ে যায় গান,
ভয়হীন চিত্তে অসীমের ঠিকানায়
সদা ছুটে চলে মুঠোয় নিয়ে প্রাণ।


কবি কখনো আপোষ করে না,
প্রয়োজনে মৃত্যুকে করে নেয় আলিঙ্গন,
কবি স্তুতি গায় না, মেনে নেয় না অন্যায়,
শব্দে শব্দে তোলে কঠোর আন্দোলন।


তাং ১৪ জুলাই ২০২৩ খ্রি.