জানে সবাই তুমি বীর,
লাল সালুর পীর।
মনে তোমার লালসার তীর,
খেয়ে যাও মধু আর ক্ষীর।
ছেড়ে দাও! কেঁদে বাঁচি,
মোরা দুইদিনের মুসাফির।