নারী!
তুমি কোথাও নও নিরাপদ,
প্রতিটি পদে পদে আপদ,
চারিদিকেই তুমি রুদ্ধ,
এখনই করতে হবে যুদ্ধ।


কামনার মধুর বাসরে,
কারা চায় পেতে বাহুডোরে?
তুমি আমি সাধু সাজি আজ,
হারিয়ে গেলো কোথায় সেই লাজ?


ভুলে ভুলে সবই হলো পতন,
আর কি করে চিনে নেবে রতন?
রুদ্ধ জীবনে তুমিই  একা,
ছিন্ন করো টেনে দেয়া রেখা।


অন্তরে ভোগ, মুখে মধুর ভাষণ,
তারাই করতে চায় শাসন।
অথচ তুমি জননী, ভগিনী, জায়া,
তোমাতে কতো শ্রদ্ধা, কতো স্নেহ আর কতো মায়া।


তারপরেও কোথাও নও তুমি নিরাপদ,
প্রতিটি পদে পদে বিপদ!