তারা এখন জানে,
খোঁচা দিতে হয় কোনখানে,
স্বার্থের জন্য বুকে টানে!


মানব দরদী এখন আশেপাশে,
আপদে ফেলে দাঁত খিলিয়ে হাসে,
সব কেড়ে নিতে দাঁড়ায় পাশে।


ইবলিশ হয়ে মারে ইবলিশকে ঢিল,
বুকে জড়িয়ে পিঠে মারে সজোরে কিল,
অসহায় মানুষকে দেখায় স্বপ্ন লাল-নীল।


গায়ের বল, নিতে চায় সব দখল,
বাতাসে নড়ে উঠে ধর্মের কল,
একদিন ভোগ করবে তার ফল।