কার কখন আসবে ডাক,
ঐপাড়ে যাবার।
মনমাঝি বসে আছে ঘাটে,
যাত্রী করবে পার।


হিসাবের খাতা অডিট হবে
ধরা পড়বে যত ভুল।
সময় থাকতে ওরে মনু
সরল পথে হও যে ব্যাকুল।


পরিচয় দিয়ে হবে কাজ,
হবে নিজগুণের কদর।
অজুহাত চলবে তথায়
সৎকর্মে গড়ে তুলো অন্তর।