যেখানে সাগরের ঢেউ
          এসে মিশে একাকার,
মন খুঁজে মন,
        নীলিমায় নীলে পারাবার।


চরণ ছুঁয়ে যায়,
         ধেয়ে আসা নোনাজলে,
রাতে ও প্রাতে কে রাখে মনে
  নিরবতা ভেঙে প্রকৃতির এ কোলাহলে।


ওখানে মন চাইলে মন,
               আর  দেহ চাইলে দেহ,
নোনাজল ছাড়া তাতে,
                   বাঁধা হয় না কেহ।