এ ধরায় আছে অদ্ভুত এক জাতি,
যে জেনেশুনে করে নিজের ক্ষতি।
সময়ে হয়ে যায় স্বার্থের অতিথি,
ধরা পড়বেই, বদলানো যায় না নিয়তি।


এ জাতি কেড়ে নেয় অন্যের হক,
সত্যকে এড়িয়ে হয় মিথ্যার পাঠক।
ভাইয়ে বোনে হয় স্বত্বের দ্বন্দ্ব,
পরস্পরের বিরুদ্ধে ছড়ায় দুর্গন্ধ।


এ জাতিরও আছে বেশ নামডাক,
চুপিসারে খায় মধু, ভেঙে মৌচাক।
স্বার্থের জন্য নাচে মাথায় তোলে,
স্বার্থ ফুরালে যায় একেবারে ভুলে।


এমন জাতি পাবে নাকো খুঁজে কোথাও,
বিশ্বাস করলে সব নিয়ে হবে উধাও।
হে প্রভু! এ জাতিকে সরলপথ দেখান,
সকল অনিষ্ট থেকে সকলকে বাঁচান।


তাং ১১ মার্চ ২০২৪