ত্রিশ বসন্ত পরে হাত ধরেছ অগোচরে,
এখন বুঝতে পাচ্ছো, রাত্রি ত্রিপ্রহরে।
আসরে বাসর সাজিয়ে কাঁদো অঝোরে,
মনে-প্রাণে মিনতি করছো করজোড়ে।


তারপরও লোভাতুর মনে বেঁধেছ ঘর,
খুব কি আছো সুখে, পেয়ে কুসুমিত আদর?
সাধু সাজতে নিজেই ধরেছ বেশ,
ভেবেছ কী, বেশ ধরতে ধরতে কেটে যাবে রেশ?


বুকে মাথা রেখে, ভাবছ নিষ্ঠুর এ পৃথিবী,
খুব সহজে পূরণ হয় না কোনো দাবী।
আমারে হারিয়ে খুঁজি তারে বারেবার,
সময় কই, অপেক্ষার পালা গুণবার!