কী লাভ, পরের জমি করে দখল,
ঠিকানা হবে পুকুর পাড়ে, ভরা জঙ্গল!
গায়ে মানে না, আপনি মোড়ল,
ডাক আসিলে তুলতে হবে পটল!


আজকে আছে ক্ষমতা আর বাহুবল,
তিনি ধরলে মনা হয়ে যাবে দূর্বল।
আশপাশে থাকা চামচা চামুণ্ডার দল,
পালিয়ে যাবে, পড়িলে মনা গ্যাড়াকল!


কীসে তোমায় করে অহংকারী,
সব রেখে শূন্য হাতে যাবি দুনিয়া ছাড়ি।
অনেকেই করেছিল, তোমার আগে বাহাদুরি,
সময় আসলে, ক্ষমা পাবে না, করলেও আহাজারি।


তাং ৪ আগস্ট ২০২৩ খ্রি.