জানি, তোমার আছে
সম্পদ কাঁড়ি কাঁড়ি,
ডাক আসলেই মায়ার
পৃথিবী যেতে হবে ছাড়ি,
গায়ে জড়িয়ে সেলাইবিহীন
একখণ্ড সাদা শাড়ি।


দাপট কপট দেখিয়ে
কতই করছো বাড়াবাড়ি,
একবার ভাবো মনা,
নিয়েছো যতজনার অন্ন কাড়ি,
খেলা শেষে ঠিকানা হবে
বাঁশতলার অাঁধার বাড়ি।


আজি নিরালায় বসে
চোখ মুছে আসমার বাপ,
ভাবিয়া কয়, হিসাবের খাতায়
জমা হলো যতো পাপ,
মেলে না হিসাব,
সেদিন যদি প্রভু না করে মাফ!


কালো গ্লাসের
বিলাসবহুল বাড়ি গাড়ি,
নামে-বেনামে
দেশে-বিদেশে জমানো অর্থকড়ি,
নসিবে না থাকলে,
সেদিন জোটবে না সাদা শাড়ি।


দু'হাতে ভরেছিলে
পকেট বাছ-বিচার ছাড়া,
আসামির কাঠগড়ায়
সেদিন উঠবে পরে হাতকড়া,
,কাজে আসবে না সেদিন,
লেংটা বাবার পানি পড়া।


তাং ২৫ মার্চ ২০২৩