পরকীয়ায় পড়ে গুটিকয়েক নারী,
স্বামী, সন্তান সবকিছু ছাড়ি,
অজানায় পা বাড়ায় পরপুরুষের হাত ধরি।


আর পরকীয়ায় পড়ে পুরুষ,
দু'চোখে দেখে শুধু রঙিন ফানুস,
লাজ-লজ্জা হারিয়ে বনে যায় অমানুষ।


সমাজের অসঙ্গতির মূলে,
অনেকের জীবন নষ্ট অজানা ভুলে,
অবৈধ প্রিয়-প্রিয়ার পরকীয়ার ছোবলে।


এখন চলছে গ্রহণের কাল,
বিশ্বাস আর অবিশ্বাসে হয়ে বেসামাল,
অনেকের জীবনে দেখে না রাঙা সকাল।


বিবেক মারা গেছে সেই কবে,
কারোর জন্য কে আর বসে রবে,
দাসীর গর্ভে মনিব জন্ম নিবে!


হিতাহিত জ্ঞান হারিয়ে মানুষ,
হিংসার আগুনে জ্বলে জ্বলে বেহুশ,
নাজায়েজ সম্পর্কে খুঁজে বৈধতার দোষ।