দু'জনার পথ আজ দু'দিকে,
ভালবাসা হলো ফিকে,
করার কি আছে জলভরা চোখে?


মায়াজালে বন্ধী আজ সবই,
ভাবনার সময় কই?
স্বার্থপরের মতো স্বার্থে মজে রই!


জানি না, ভালোবাসা কারে কয়?
পথের মাঝে পথিক হারিয়ে যায়,
পথের খবর আর কে বা লয়?


অপেক্ষায থাকে না আর কেহ,
অনলে পুড়ে ছাই এ প্রাণহীন দেহ,
পঙ্গপালের মতো ছুটা মানুষগুলো,
অধরা থেকে যাবে, আশার ফুলগুলো!