প্রেমে ডুবলে হিরো মরে,
লোভী অন্তর ভয় করে।
স্বার্থপর সুযোগ খুঁজে,
ভণ্ড লাভের আশায় সঙ সাজে।


কৃপণ অনাহারে মরে,
হিংসুক নিজকে নিজে মারে।
চতুর ফতুর হয়ে মরে,
ধূর্ত সদা ভণিতা করে।


নষ্ট মন খুঁজে নষ্টামি,
সন্দেহে বানায় আসামি।
অতি ভক্তি শ্রদ্ধার ঘাটতি,
টিকে না স্বার্থের পিরীতি।