যার শত্রু নেই,
সেই আছে মিথ্যার ওপর।
যার মিত্র নেই,
সেই নিশ্চয় স্বার্থপর।


শয়তান হলো মানুষের শত্রু,
মহান রবের ঘোষণা।
শয়তানরূপী লোকগুলোও শত্রু,
চিনে নাও, ওরে ও মনা।


শত্রু আছে বলে,
মানুষের জীবন এতো সুন্দর!
সরলপথের যাত্রী যারা
নিশ্চয়ই পৌঁছে যাবে সুখের বন্দর।