পুরানো বাড়ির সেই করিডোরে,
কোমর দুলিয়ে আসতে কাক ডাকা ভোরে।
হেসে বলতে কথা টোল পড়া মুখে,
শুনে প্রজাপতি মন ভাসতো সুখে।


বাঁকা এক ফালি চাঁদ হাসতো রাঙ্গাঠোঁটে,
মায়া যেন ছায়া হয়ে উঁকি দিতো বিরহী তটে।
সিঁড়িতে বসতে ঝুলিয়ে রাঙা চরণ,
ঝরাফুল হেসে উঠতো পেয়ে তার শিহরণ।


রেশমি চুল উড়তো বাতাসে যেনো জলঢেউ,
লাজুক মন লজ্জা পেতো যদি দেখতো কেউ।
নরম ছোঁয়ায় ফোটতো ফুল ভালবাসার,
বিহনে ওগো প্রেয়সী, জীবনে নামবে আঁধার।