চোখের দরজা খুলে,
তোমার মনের দরজায় দিয়েছিলেম উঁকি,
নেই নেই তোমার কিছুই, তুমি নয় তো সুখী।
চারিপাশে ঘিরে ধরেছে স্বার্থপরেরা,
তুমি আজ অজানা আপদের মুখোমুখি!


অথচ, ভালোবেসে ভেঙ্গে এ বুকের পাঁজর,
নগদের আশে করেছিলে বিমুখ,
ভুল রথে খুঁজেছো অনাবিল সুখ!
অবশেষে লুটেরার গলে মালা দিয়ে
আগাগোড়া সোনায় মুড়িয়ে পেয়েছো কি সুখ?


দু'চোখে আজ বহে যায় নদী,
সুখপাখি উড়ে যায়, করলে পরের ক্ষতি।
লোভের বাসনায় ভর্তি তোমার মনপ্রাণ,
সব হারিয়ে আজি কেনো করছো আনচান
বিধাতা নিশ্চয় দিবেন মনভাঙ্গার প্রতিদান!