বেড়েই চলছে আগুন,
কাঁদছে ব্যবসায়ীরা।
বাজারে দাউ দাউ করে
জ্বলছে আগুন।


পুড়ে যাচ্ছে স্বপ্ন;
ব্যবসায়ীরা সব হারিয়ে দিশেহারা,
কান্নায় ভেঙে পড়েছে তারা।


চৈত্রের শুরু থেকে
পুড়ছে শহর-নগর-গ্রাম!
কেড়ে নিচ্ছে আগুনের
লেলিহান শিখায় জানমাল।


সাবধান!
দাউ দাউ করে জ্বলছে আগুন,
কাঁদছে অসহায় মানুষ!
জল নিয়ে ছুটছে দূরন্ত যুবক,
সাহসী গৃহিণী আর কৃষক!


পুড়ে যাচ্ছে স্বপ্ন;
বুক ছাপড়াচ্ছে অনেকেই!
দাউ দাউ করে জ্বলে যাচ্ছে সব।


তাং ০৪ এপ্রিল ২০২৩ খ্রি.