রইস উদ্দিন তিনি ডাক্তার
বিচিত্র তাঁর কাজ কারবার,
টেস্ট দিবেনই, টাকা তাঁর দরকার।
রোগী নয় দেখে রোগীর পকেট,
শুধু চায় পেতে টাকার প্যাকেট।


রইস উদ্দিনের ইচ্ছা গড়বেন ল্যাব,
সেবা নয় ব্যবসা, হবে লাভে লাভ।
বছর বছর বাড়িয়ে দেন তাঁর ফি,
লোকে যা বলুক, তাঁর হবেই বা কি?


নজর তাঁর থাকে রোগী হলে ধনী,
ভোর হতে রাত, সময় কাটে টাকা গুনী।
রইস উদ্দিনরা ব্যবসা করে এভাবে,
চোর ডাকাত চেনা যায়, তাদের স্বভাবে।


কতো দরিদ্র মারা যায় চিকিৎসার অভাবে,
সমাজ আজ ধ্বংস এসব পশুদের প্রভাবে।
এরা মানুষ নয়, মানুষ নামে লুটেরা,
চিনে রাখুন, তারা কেউ নয় দানব ছাড়া।