গাঁয়ের মেঠোপথ,
প্রকৃতির শ্যামল মায়া,
দিগন্ত ছোঁয়া ফসলের মাঠ,
পাহাড়িয়া অচেনা পাখপাখালির
মনকাড়া ডাক।


পথের ধারে নাম না জানা
ফুলের সৌরভ,
লাজুক লাজুক কিশোরীর
বেণীতে ফোটা জবা।


রাখাল ছেলের মন ভোলানো
বাঁশির সুর,
অবাক নয়নে তাকানো  
গালে টোলপড়া শিশুর হাসি।


বাংলার আনাচেকানাচে ছড়িয়ে থাকা
সাধু পুরুষের মাজার,
নীলিমায় নীল আকাশ,
একাকী হেঁটে যায় পথে...