সাদা জবার গাছে
অবশেষে এসেছে ফুল,
দেখতে প্রতিবেশী সবাই মশগুল।
রাজা-বাদশা বেঁধেছে গোল,
চারিদিকে পড়েছে হাসির রোল।।


অনেকগুলো ডালে সবুজ সবুজ পাতা,
কাছে গিয়ে শুনি তার ব্যথাতুর কথা।
মালায় না হলেও স্থান, আছে সুখ একটা শুধু,
ভোরে তার গালে চুমু খায় বাঙালি গৃহবধূ।


লাল জবারা হিংসা করে তারে,
কিশোরীরা ভালোবেসে খোঁপায় পরে।
চুলের মধ্যে যেন সাদা পরী দোলে,
পাপড়িগুলো ধীরে ধীরে খোলে।