ঠকবাজের কাজ ঠকবাজি,
ধান্দাবাজ করে ধান্দা!
চাপাবাজ মেরে যায় চাপা,
মানুষকে মনে করে আন্ধা।


গলাবাজ সারাক্ষণ করে গলাবাজি,
ধাপ্পাবাজে মারে ধাপ্পা।
চাঁদাবাজ চলে, করে চাঁদাবাজি,
সমাজের চোখে ওরা বে-খাপ্পা।


গুটিবাজ সুযোগে চালায় গুটি,
চিটিংবাজে করে সদা বাটপারি।
ফেরেববাজ মানুষকে ফাঁদে ফেলে
সবকিছুই নিতে চায় কাড়ি।


টাউটও আছে, কাজ শুধু টাউটারি,
চামচাও অভাব নেই এ সমাজে।
ফন্দিবাজ ফন্দি আঁটে,
সব হাতিয়ে সাধু সাজে।


ভাঁওতাবাজ তো টাটকা শয়তান,
সমাজের চোখে ওরা সাধু।
তেলবাজ উপর মহলকে তেল মেরে
উল্টিয়ে খায় বোতলের মধু।


পট্টিবাজ খায় শুধু পল্টি,
কাজ তাদের পল্টানি।
ফুটানিরাও ফুটা পকেটে
দেখিয়ে যায় খানদানি।


তাং ৮ এপ্রিল ২০২৩ খ্রি.