স্বার্থ যদি শর্ত হয়,
ভালবেসে হৃদয় শূন্য রয়।
বিশ্বাসে ভালবাসা হয়,
অবিশ্বাসে কি হয়?


মনে যদি সন্দেহ হয়,
আপন কি আর কাছে রয়?
আকাশে হয় মেঘের বাসর,
মন্দের সাথে হয় মন্দের দোসর!


সময়ে অনেকে সুযোগ খুঁজে যায়,
পেলে ওরা ফুলের মধু চুষে খায়।
স্বার্থের জন্য ওরা ওঁৎ পেতে থাকে,
দেখা মিলে তাদের,  জীবনের বাঁকে বাঁকে।