চাকচিক্যের পেছনে ছুটে
কী লাভ বলো প্রিয় বন্ধু?
দু'দিন পরে অমোঘ বিধানে
পাড়ি দিতে হবে বিষাদ সিন্ধু!


রাজা-উজির সাজা যায়!
ওটা নয় রে বন্ধু মাপকাঠি।
ওখানে চলে পদ-পদবী দেখে নয়,
কেমন ছিলে তুমি, নকল নাকি খাঁটি?


সুপারিশ আর লবিং করে
ক'দিন যাবে রে বন্ধু চলা?
বাঁশি যখন উঠবে বেজে
তখন সাঙ্গ হবে সব লীলা!


আমার আমি আর তোমার তুমি,
কর্ম গুণে হবে যে অবস্থান।
প্রাণপাখি উড়াল দিলে সেদিন
ঠিকানা একটাই গোরস্থান!


টিক টিক করে চললে ঘড়ি,
সচল থাকে সোনার দেহখান,
অবিরাম চলছে গাড়ি,
একদিন বন্ধ করবেন, তিনিই রহমান!