বিচিত্র মানুষ আর বিচিত্র মন,
চেনা খুবই জটিল, কোন মানুষ কেমন?
কোথাও খুঁজে পাবে নাকো মানুষ চেনার কল,
খুঁজতে খুঁজতে জীবনটাই হয়ে যাবে বিকল!


তারচে বেশি জটিল নিজকে নিজে চেনা,
সাধনা ছাড়া ধরা যায় না, নিজেই মানুষ কিনা?
সুখের সাগরে ভাসতে গিয়ে হারিয়ে ফেলে হুঁশ,
স্বার্থের জালে বন্দী হয়ে তকমা হারায় মানুষ।


লোভে পড়ে মানুষ হারায় মনুষ্যত্ব,
কেউ কি জানে, মানুষ বানানোর তত্ত্ব।
ভোরে শুরু আর সাঁঝের বেলায় সাঙ্গ,
মায়া বাড়ায় কী লাভ, কেউ হবে না সঙ্গ।


তাং ১ আগস্ট ২০২৩ খ্রি.