শক্ত সুতোয় বাঁধা হবে
পায়ের বৃদ্ধাঙ্গুল জোড়া,
সোনার দেহ থেকে প্রাণপাখি
মায়া ছেড়ে যখন দেবে উড়া।


মাফ চেয়ে নেবে জানাযার মাঠে
তোমার পক্ষ হয়ে নিকট স্বজন,
ওপারে যাওয়ার ব্যবস্থার
সেদিন হবে  সকল আয়োজন।


কেমন ছিলো লোকটি,
জিজ্ঞাসা করবে ভাই-বন্ধু-স্বজন?
শেষ এপিসোডে মহড়া চলবে
অভিনয়ের পালা শুধু ক্রন্দন।


রঙ্গিন সব মায়ায় জড়িয়ে
ভুলের মাঝে মানুষ রতন,
সব ছেড়ে গোরস্থানের ঠিকানায়
করতে হবে রে গমন।


আঁধার কবরে পরীক্ষা দেবে
সকলেই জানে প্রশ্ন ঐ তিনটি,
ফাঁস হওয়া প্রশ্নের জবাব
দিতে পারে না যে লোকটি!


যার জীবনের রয়েছে
প্রতিটি পরতে পরতে ত্রুটি,
হে প্রভু! দয়ার সাগর,
পার করিয়ে দিও ঐ সাঁকোটি।


তাং ৩১ ডিসেম্বর ২০২১