সময়ের প্রেক্ষাপটে বিশ্বাসের বন্ধনটি
হারিয়ে যাচ্ছে দিনকে দিন।
কেউ কাউকে এখন করে না বিশ্বাস,
মুখে বলে একটা, কাজে করে আরেকটা,
ঐশী বাণীকে এড়িয়ে হাতিয়ে নিচ্ছে তাবৎ দুনিয়াটা।


লজ্জা শরমের বালাই নেই আত্মসাতের খেলায়,
বিলুপ্ত হয়ে যাচ্ছে সামাজিক প্রথা,
কারো বলার  কিছু নেই, এখন  ঘরে ঘরে নেতা,
হাতানোর অভ্যাসটা অনেকের মননে গাঁথা।


কখনো কি কান পেতে শুনেছো,
বুকের ঠিক মাঝখানে ধপ ধপ শব্দটি।
ক্লাচ চেপে ব্রেকটা ধরলে সব ইতি,
বরাবরের মত সাড়ে তিন হাতে বন্ধী!


তারপরেও মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়,
বিশ্বাসের ভেড়াজালে অসহায় মানুষকে ঠকায়।
মাথায় নিদ্রাকুসুম তেল দিলেও এখন নাকি
কেউ করে না কারো কথা বিশ্বাস,
তাহলে আমরা কি হারিয়ে ফেলেছি বিশ্বাস?