গাধা যখন ধারণ করে
দ্রুতগামী ঘোড়ার রূপ,
অজ্ঞরা তখন সাজে দক্ষ
আর জ্ঞানীরা থাকে চুপ।


মিথ্যুক যখন সাধুর বেশে
চালকের আসন নেয় দখল,
সমাজে বাড়ে টাউট বাটপার
আর সৎকে বানায় পাগল।


চামচা যখন দেয় নেতৃত্ব
সমাজ হয়ে যায় কলুষিত,
অসৎরা দিয়ে যায় কর্তৃত্ব
পাপ-পুণ্যের লড়াইয়ে সত্য নির্বাসিত।