চারপাশে এত্তো বিভ্রান্তির পরেও
আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা!
অনেকে সকালে এককথা আর
বিকেলে পুরোপুরি অস্বীকার করলেও
যে কথা দিয়েছিলেম, তাই ঠিক প্রিয়তমা!


অনর্গল মিথ্যা বলা লোকগুলো
সাধু হতে চেষ্টায় আছে অবিরাম।
মেকি চরিত্র ধারণ করে সমাজে
চালিয়ে যাচ্ছে আকাম-কুকাম।


তুমি দেখিও, কাছের লোকটিও
একদিন হয়ে উঠবে বড্ড স্বার্থপর।
তালিকায় বন্ধু-বান্ধব, ভগিনী-ভ্রাতা
থাকতে পারে, বিশ্বাস হারাবে কার উপর?


মীরজাফর, ঘসেটি বেগম আর আবু জাহেল
এরাতো সরাসরি হয়নি ধরাধামে নাজিল।
ষড়যন্ত্রের কুশীলব খোদ জঠরে জন্ম
কারো না কারো, ভাবনায় পড়া কী খুব জটিল?