খালি হাতে এসে এ ধরাধামে,
শুধু ভরেছো পকেট, দেখোনি ডান-বামে,
শেষ এপিসোডে এগুলো আসবে না কোন কামে।


ভাবনায় আসে কি মনা? যেতে হবে খালি হাতে,
অর্থ-কড়ি, বাড়ি-গাড়ি কোনকিছুই যাবে না সাথে,
শুধুই ভালো মন্দ দুটোই বিদ্যমান রবে তোমাতে।


হৃদয়ে করে লালসার চাষ, কেন করো উপবাস,
জীবন যাবে অনলে পুড়ে, দুঃখ রবে বারো মাস,
যারে ভালবেসে দিয়েছো সবি, সেই করবে উপহাস।


আমার আমি করে করে, যে করেছে শুধু লোভ,
পরধন হরণ করে ধরাধামে, নিজকে দামী ভেবেছ খুব,
একদিন এসে ধরবে, সেদিন কোন সাগরে দেবে ডুব?