ধর্মের কল বাতাসে নড়ে,
দোষী অবশেষে ধরা পড়ে।
এটা সকলেই কিন্তু বিশ্বাস করে,
সত্য থাকে না চাপা, সত্য সবার উপরে।


মিথ্যা ভেতরে দুর্বল, ধরা পড়বে বলে,
মিথ্যা ঠিকে না, দেখেছে কি কেউ কোনকালে?
সততা আড়ালে রেখে, যারা মিথ্যাকে ধরে আঁকড়ে,
বিচারের মাঠে পড়বে ধরা, যদি না নিজকে শোধরে।


যখন যা পাও নিয়েছো পকেট ভরে,
হৃদয় তোমার একটুকুও কাঁপেনি প্রভুর ডরে।
শেষ খেলা হবে শেষ ঠিকানার আগে আর পরে,
তিনি ছেড়ে দেন, কিন্তু ধরলে আর নাহি ছাড়ে।


তাং ২৬ আগস্ট ২০২৩ খ্রি.