শীতের ভোরে
কুয়াশার চাদরে
   ঢাকা রয়েছে চারপাশ।


শীতের শীতল হাওয়ায়
চাঁদার মা কাঁপছে ঠাণ্ডায়
   উঞ্চতা পেতে করছে হা-হুতাশ।


কাজের সন্ধানে
আসমার বাপ ভোর-বিহানে
ছুটছে উপেক্ষা করে হিম করা বাতাস।


বকুল বিবি সকালে
দোহন করে দুধ গোয়ালে
      ধলি বিলে গিয়ে কাটে ঘাস।


হরলাল কান্তি রায়
কুয়াশা ঠেলে মুদির দোকান যায়
      ক্যাশ গুনে পায় পাঁচশো আটাশ।


কাগজের রিপোর্টার
গোপাল জমাদ্দার
খবর সংগ্রহে কাটায় বারো মাস।


অট্টালিকায় যাদের বাস
লেপ তোষকে করে সুখের চাষ
তবু অপূর্ণ রয় অভিলাষ!


তাং ৮ জানুয়ারি ২০২৩