শূন্য হাতে এসে এ ধরায়,
ভরেছো সবটাই কানায় কানায়।
ভেবোছো কি এসব হলো তোমার দ্বারায়?
সবটাই মিথ্যে, এখন বুঝেছ সবকিছু হারায়!


স্মরণ করলে সদা তাঁরে,
রহমতের দ্বার খুলে স্মরণকারীর তরে।
মনের কালিমা ধুয়ে, জ্বালাও আলো,
তিনি ছাড়া গতি নেই, বাকি সব ভুলো।


অকারণে কাউকে দিলে মনে কষ্ট,
প্রভু বিরাগ হন, সব সম্পর্ক হয় নষ্ট।
আজকে তোমার বাগানে ফুলে ফুলে ভরা,
কাল হয়তো সব যাবে, কঠিন তাঁর ধরা।


এসো হে অনুরাগী, ছাড়ো অহঙ্কার,
চোখ মুদিলে দেখবে সব অন্ধকার।
প্রাসাদ তোমার রচিত হবে বাঁশতলায়,
নতুবা অন্য কোথাও, হয়তো অজানায়!