স্মৃতির মিনারে শহীদদের স্মরি,
রাজপথ সেদিন রক্তে রঞ্জিত করি,
বাঙালি নোয়ায় না মাথা,
শিক্ষা দিয়ে গেল একুশে ফেব্রুয়ারি।


মায়ের ভাষা বাংলা, বিজয়ী বর্ণমালা,
স্মৃতির মিনারে শোভা পাচ্ছে ফুলের ডালা,
বর্ণে বর্ণে মিশে আছে ভালোবাসার কথামালা।


তাঁহাদের  ভুলিতে দেবো না এ প্রাতে,
মিশে আছে এ বাংলার প্রতিটি প্রান্তে,
আন্দোলনে-সংগ্রামে অনুপ্রেরণা যোগাতে।


মান রাখতে মায়া জড়ানো মায়ের বুলি,
দান করে গেলেন ওরা, বুকের রক্ত ঢালি,
বলুন হে কবি! তাঁহাদের কী করে ভুলি।