সব পক্ষই এখন মুখোমুখি,
কেউ বাদ নেই সুখী কিংবা দুখী,
সংসারের কচি খোকা থেকে খুকী!


কবির সাথে কবি, ডাক্তারের সাথে ডাক্তার,
সাদার সাথে কালো, আলোর সাথে অন্ধকার,
কেহই জানে না, কাহার জন্য কিসের দরকার?


মায়ের সাথে মাসি, পিতার সাথে পিসি,
ভাইয়ের সাথে ভাই, কেউ নেই পাশাপাশি,
ষড়যন্ত্রের হচ্ছে চাষ  বেশি বেশি।


রাজনীতির বিরুদ্ধে রাজনীতি,
দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি,
ঘরে বাইরে চলছে কুটনীতি!


সমাজের বিরুদ্ধে সমাজ,
শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক আজ,
নিয়মের বিরুদ্ধে অনিয়মের চলছে কারুকাজ।


সত্যের সঙ্গে মিথ্যার বাড়াবাড়ি,
স্বার্থের দ্বন্দ্বে জীবন কাড়াকাড়ি,
রুচির পর্যায়ে চলছে মহামারি।


সবলের সাথে দূর্বলের যুদ্ধ,
দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ,
মানুষ ও মানবতা হয়ে পড়ছে রুদ্ধ।


সব পক্ষই মুখোমুখি,
মানুষ নিঃসঙ্গ, করবেটা কী?
সৎ আর অসৎ করছে মাখামাখি।