কষ্টের রং নাকি নীল,
ভালোবাসার রং কি টুকটুকে লাল?
আঘাতটা কতোটুকু লেগেছে,
বুকটা ভাসায় নয়ন জলে!


কেউ কি দেখেছো পাহাড়ের কান্না?
আর তা, পাহাড়ের গা বেয়ে নামা ঝর্ণা!
আকাশের কষ্টটা আরো বেশি করুণ,
বৃষ্টি হয়ে ভেজায় দুখিনীর ক্লান্ত চরণ!


বিরহের রং নাকি সাদা,
পরাণ পাখি বিহনে নিথর দেহটা,
ছটফটাইয়া মরে মিলনের আবাহনে।
সময়ের কষ্ট মুহূর্তে এসে দেয় ধরা,
শূন্যের পানে ছুটতে কলিতেই যায় মরা!