এখন সত্য বলতে নেই,
বলে বেড়ায় গুলজার,
আসল কথায় ঠক আর
গরম ভাতে বিলাই বেজার।


প্রশ্নের জবাব নেই তো
অসৎ পালায় আর সৎ হাসে,
সত্য একদিন প্রকাশ পায়,
তাই মিথ্যা জলে ভাসে।


যদি খোঁড়াকে খোঁড়া আর
লেন্ডিয়াকে বলেন লেন্ডা,
আসল কথা শোনে তেড়ে
আসবে হাতে নিয়ে ডান্ডা।


সাপকে লম্বা আর
ব্যাঙকে যদি বলেন গোল,
তারাও আসবে তেড়ে
বাঁধাবে যতো গন্ডগোল।


ভন্ড ভণ্ডামি করে
সাজতে চায় সাধু,
তবুও ধরা পড়ে
গোঁফে লেগে মধু।


ইবলিশ ব্যর্থ হলে
গুঁতো দিতে চায় অন্তরে,
ধরাধামে নয়ছয় করলেও
ধরা পড়বে হাশরে।


অনেকে আবার মনে করে
লোভ-লালসার চাষ,
আর অন্তরে রেখে
ঘুরে বেড়ায় তুরুপের তাস।


চোখকান খোলা রেখে
শুধুই সুযোগ খুঁজে,
পরের স্বার্থ জলাঞ্জলি দিয়ে
নিজেরটা নেয় বুঝে।


নর্দমায় সাঁতার কেটে
গায়ে মাখে আতর,
কেউ টের পায় না,
ইবলিশের বাস তার ভেতর।


মানুষ রতন যারা,
আত্মার নেয় যতন,
মানুষ হইয়া মানুষকে
করে যায় সচেতন।


অনিয়ম আর অনাচার
থাকে না আর সমাজে,
প্রশান্তির বারতা দোলা দেয়
প্রতিটি মনের মাঝে।


ইবলিশ শয়তানরা হয় শৃঙ্খলিত,
মানুষ রবে সুখে,
প্রভুর ভয় অন্তরে রেখে,
সরলপথে চলবে লোকে!