বাদ দিয়ে সব ভংচং,
ধরো হে মানব, খোদার রং।
তাঁর রংয়ের চেয়ে আর কি আছে ভালো?
যে রঙে কালো অন্তর হবে আলো।


তাঁর জন্য নিমগ্ন হও বান্দা,
বাদ দিয়ে দাও, জারিজুরি সব ধান্দা।
সরল পথে ভরা আছে,সকল রহমত,
সেদিন সুখের ঠিকানা পাবে রসুলের উম্মত।


হিংসুটে মন করিবে ক্রন্দন,
ওরা আগুনে হবে প্রজ্বলন।
সত্য ধারণ করে যে সব অন্তরে,
শেষ বিচার দিনে পৌঁছে যাবে সুখের বন্দরে।