মরাগাছে ফোটাও ফুল,
চিন্তিলে পায় না কোন কূল।
তোমাতে সবি, তুমিই সৃষ্টির মূল,
বিশ্ব জাহান এ ভাবনায় মশগুল।


ভালবাসার মানুষ কখনো বুঝে ভুল,
বোবা হয়ে থাকে হারিয়ে মুখের বোল।
যাকে খুশি ভরপুর রাখো জীবনভর,
কাউকে আরার করো ধূ ধূ বালুচর।


কারো জীবন রাঙিয়ে বাঁধো সুখের ঘর,
কাউকে আবার কষ্ট দিয়ে ভাঙো বুকের পাঁজর।
ভাঙা-গড়ার এ জীবনে দেখেছি কত নমুনা,
কারো দাও মরাছড়া আবার কারো সুখের যমুনা।