ফুটলে ফুল যাবে ঝরে,
প্রেমিক মন ভাবনায় পড়ে।
সময় হলে এমনি করে,
ডুবে যাবে সব অজানা গহ্বরে।


এতো কিছুর আয়োজন,
হবে না কোনো প্রয়োজন।
যমের সাথে হলে দর্শন,
সব সম্পর্ক হবে রে কর্তন।


অবুঝ মন খুঁজে চলে,
অজানা হৃদয় নিরলে।
কেউ পেয়েও রয় একা,
আর কেউ জীবনে পায় না দেখা।


রহস্যের ঘেরা এ জীবন,
কখনো ঘটে যায় আলোড়ন।
পথের দিশা হারিয়ে কেউ,
নয়নে খেলে অশ্রুর ঢেউ।


সুখের খুঁজে কেউ হা-হুতাশ করে,
সব হারিয়ে কেউ পথে পথে ঘুরে।
আমার আমার করলে কি হয় সব?
একদিন হবে ওপাড়ে যাওয়ার উৎসব।