সুন্দর মনে রয় সুন্দরতম ভাবনা,
কারো ভালো দেখলে,
কুৎসিত মনে বাড়ে যন্ত্রণা।


কুৎসিত মনে আনচান করে সারাক্ষণ,
ঐ মনে কামনার ঢেউ তুলে,
ইবলিশ মনে করে অপরের পতন।


প্রভু হাসেন বসে আরশে,
আর ঐ কুৎসিত মন অংক কষে,
ব্যর্থ হয়ে যন্ত্রণায় ভোগে অবশেষে।


সুন্দর মনে করে সুন্দরতম কামনা,
তাদের 'পরে রয় প্রভু রব্বানা,
সুন্দর মন খুঁজে পায় সুখের ঠিকানা।