ভাবছি! তোমারও আসবে পালা,
নীল আলোয় জ্বলবে, সাঁঝের বেলা।
মোহের মায়ায় বুঝতে করো দেরী,
তোমার মতো ছিলো এ ধরায় ভুড়ি ভুড়ি।


কোথায় গেলো তারা?
দাপট-কপট সব হলো সারা।
আজকে না হয় তুমিই রাজা
পরের দিনই নিশ্চিত হবে প্রজা!


সবকিছুই থাকবে, শুধু তুমি আর আমি ছাড়া,
হৃদয়ে তোমার মীরজাফর, অবিশ্বাসে ভরা।
পালাবে কোথায়, পাবে নাতো কোথাও স্থান,
পিছু নেবে, ছাড়বে না তোমায়, ইবলিশ শয়তান।


সময় বড়ই শত্রু, থাকতে সময় করো তওবা,
অসময়ে আসবে না বাঁচাতে কোনো বাবা।
সবাই পালাবে, স্বজন পালানো মাঠে,
থলে হাতে জালুর বাপ, কাঁদছে খেয়াঘাটে।