শিশুকালে আয়োজন হতো
অনেক মজার চড়ুইভাতি,
পাশে ছায়া হয়ে থাকতো
অনেকগুলো প্রিয় খেলার সাথী।


আর এখন নিদানকালে
জুটে হরেক রকম সাথী,
স্বার্থ পুরালে সুযোগ বুঝে
পিছনে দেয় মরণ লাথি।


আজ আছে কাল নেই,
সে সব স্বার্থের অতিথি,
ভাগটা না পেলেই
গেয়ে যায় উল্টো গীতি।


এখন স্বার্থ ছাড়া
কাছে আসে না কেউ,
আর স্বার্থের জন্য উঠে
বুকে ভালোবাসার ঢেউ।