চলছে গ্রহণের কাল,
বদলে যাচ্ছে পৃথিবীর হালচাল!
ভাড়া করে আনবে  মানুষ,
স্বার্থের চিন্তায় স্বজন হবে বেহুশ।


মরণকালে থাকবে না পাশে কেউ,
এখন তুলছে ভালোবাসার ঢেউ।
কথায় কথায় আসবে স্বজন তেড়ে,
কখন কার পরাণটা নেবে কেড়ে।


হিতাহিত জ্ঞান হারিয়ে ওরা,
স্বার্থ ব্যাহত হলেই বুকে বসায় ছোরা।
ক্ষণিকে সাজে মায়াবী এ ভুবনে,
কত রঙ মেখে সঙ সাজে মনের গগনে।